Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গুরুত্বপূর্ণ ‘তিন এজেন্ডা’ নিয়ে শুরু আসিয়ান সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় শুরু হয়েছে ৪৬তম আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা) সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক, মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে আলোচনা করতে আঞ্চলিক নেতারা একত্রিত হয়েছেন।

সোমবার (২৬ মে) শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট—আসিয়ানের ৪৬তম শীর্ষ সম্মেলন। এতে মার্কিন শুল্কনীতি, মিয়ানমারের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।

মালয় মেইল–এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, আসিয়ানের ঐতিহ্যবাহী করমর্দনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর নেতারা আঞ্চলিক চ্যালেঞ্জ, কৌশলগত অগ্রাধিকার এবং ঐক্য জোরদারে করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়ে শুল্ক সমস্যা সমাধানে চলতি বছর আসিয়ান-মার্কিন শীর্ষ সম্মেলনের আহ্বান জানানো হয়েছে।

আনোয়ার বলেন,“বর্তমানে বিশ্বে ভূ-রাজনৈতিক শৃঙ্খলার একটি পরিবর্তন চলছে। সাম্প্রতিক মার্কিন একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলেছে। আমরা বহুপাক্ষিকতাবাদের ভাঙন প্রত্যক্ষ করছি, যেখানে সুরক্ষাবাদ (protectionism) আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”

আসিয়ানভুক্ত দেশগুলো ইতোমধ্যে ১০ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্কের প্রভাবে পড়েছে। তবে ট্রাম্প গত মাসে ৯০ দিনের জন্য শুল্ক কার্যকরের বিরতি ঘোষণা করেন, যার ফলে দেশগুলো দ্রুত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে বাধ্য হয়।

আনোয়ার আরও বলেন,“বৃহৎ শক্তিগুলোর স্বেচ্ছাচারী পদক্ষেপ থেকে উদ্ভূত ভূ-রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার সক্ষমতা আসিয়ানের আছে।

দক্ষিণ-পূর্ব এশিয়া বরাবরই অন্তর্ভুক্তিমূলকতা, আইনের শাসন এবং উন্মুক্ত বাণিজ্যের ওপর নির্ভর করেছে। কিন্তু সেই সমৃদ্ধি এখন হুমকির মুখে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসিয়ান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যথেষ্ট দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা ধারণ করে।”

প্রসঙ্গত, আসিয়ান হলো ১০টি সদস্য রাষ্ট্রের একটি আন্তঃসরকারি জোট, যার সদস্যরা হলো: ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

মালয়েশিয়া ২০২৫ সালের জন্য আসিয়ানের ঘূর্ণায়মান চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন