Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সরকারি কর্মচারিদের ২৫ শতাংশ ডি এ দেওয়ার নির্দেশ সুপ্রীম কোর্টের

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

অবশেষে মহার্ঘভাতা বা ডি এ মামলার অবসান ঘটলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারিদের ২৫ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৬ মে) ভারতের শীর্ষ আদালত সুপ্রীম কোর্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় ৫০ শতাংশ ডিএ দেওয়ার জন্য।

সরকারের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এই বিপুল পরিমান টাকা দেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকার প্রয়োজন যা এখন সরকারের কাছে নেই আর এই টাকা দিতে গেলে সরকারের কোমড় ভেঙে যাবে। তখন শীর্ষ আদালত বলে একমাসের মধ্যে ২৫ শতাংশ ডিএ দিতে হবে। আগস্ট মাসে ফের এই মামলার শুনানি হবে সেখানে বাকি ডিএ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলাকারিদের পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই রায়ের ফলে রাজ্য সরকারি কর্মীদের অধিকার কিছুটা হলেও রক্ষা পাবে।

কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের ২০ মে হাই কোর্ট কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেজ্ঞ করে যায় সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন