বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

হামলার চেষ্টা করলে পরিণতি হবে ধ্বংসাত্মক, মোদির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

পেহেলগাম হামলার পুনরাবৃত্তি হলে পাল্টা কঠোর জবাব দেবে ভারতীয় সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (১৩ মে) সকালে পাঞ্জাবের আদমপুর বিমানবাহিনীর ঘাঁটিতে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হুঁশিয়ারি দেন।

নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামের মতো হামলার পুনরাবৃত্তি হলে ভারতীয় সশস্ত্র বাহিনী পাল্টা কঠোর হামলা চালাবে। আমাদের উদ্দেশ্য স্পষ্ট— যদি আরেকটি হামলা হয়, ভারত উপযুক্ত জবাব দেবে।’

২০১৬ সালের উরি সেনা ঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর বালাকোট বিমান হামলার উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে ভারত সবসময় কঠোর পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।’

‘অপারেশন সিঁদুরের’ কথা উল্লেখ করে মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর হলো নতুন বাস্তবতা। দেশের নাগরিকদের ওপর কোনো রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া ভারতীয় সরকারের নীতি।’

মোদি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে আদমপুর বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের মধ্যে দিয়ে সশস্ত্র বাহিনীকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাসীরা সাহস দেখিয়েছিল, কিন্তু আপনারা তাদের সরাসরি আঘাত করেছেন। আপনারা তাদের ঘাঁটি নিশ্চিহ্ন করে ১০০ সন্ত্রাসীকে হত্যা করেছেন। তারা বুঝতে পেরেছে, যদি আমাদের আক্রমণ করার চেষ্টা করে, তবে এর পরিণতি হবে তাদের ধ্বংস।’

খবর এনডিটিভির

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন