শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

৩৫ লাখ টাকায় বিক্রি হলো নেপোলিয়নের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

১৮০৯ সালে পোপ পিয়াস সপ্তম অপহরণের সংশ্লিষ্টতা অস্বীকার করে লেখা নেপোলিয়ন বোনাপার্টের একটি হাতে লেখা চিঠি প্যারিসের বাইরে নিলামে বিক্রি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিক্রির সময় চিঠিটির দাম উঠেছিল ২৬ হাজার ৩৬০ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ।

ওসেনাতে নেপোলিয়ন যুগের একজন বিশেষজ্ঞ জিন-ক্রিস্টোফ চ্যাটাগনিয়ার এএফপিকে বলেছেন, ‘এই গ্রেপ্তারটি এমন একটি ঘটনা যা নেপোলিয়নের রাজত্বকে রাজনৈতিক ও ধর্মীয় স্তরে সংজ্ঞায়িত করবে।’

তিনি আরও বলেন, ‘নেপোলিয়ন জানেন যে এই চিঠিটি সর্বজনীনভাবে প্রকাশ করা হবে। তাই কর্তৃপক্ষের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছিলেন তিনি।’

ফরাসি বাহিনী পোপ পিয়াস সপ্তমকে রোমের কুইরিনাল প্রাসাদে তার ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে অপহরণ করে। তিনি পাঁচ বছর নেপোলিয়নের জেলে বন্দী ছিলেন।

জানা যায়, পোপ ফরাসি ক্যাথলিক চার্চের ওপর ভ্যাটিকানের আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছিলেন এবং পাদ্রিদের ওপর নিয়ন্ত্রণ প্রয়োগের নেপোলিয়নের ইচ্ছাকে প্রতিহত করেছিলেন। ফরাসি সম্ভ্রান্ত ব্যক্তি এবং মিত্র জিন-জ্যাক-রেজিস ডি ক্যাম্বাসেরেসকে সম্বোধন করা চিঠিতে, পিয়াস সপ্তম এর আটকের বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন নেপোলিয়ন।

‘এটি আমার আদেশ এবং আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল যে পোপকে রোম থেকে বের করে দেয়া হয়েছিল। এ ছাড়া আবার আমার আদেশ ছাড়াই এবং আমার ইচ্ছার বিরুদ্ধে তাকে ফ্রান্সে আনা হচ্ছে’, চিঠিতে লিখেছেন নেপোলিয়ন।

তিনি আরও লিখেন, ‘কিন্তু এটি ইতিমধ্যে সম্পন্ন হওয়ার ১০ বা ১২ দিন পরে আমাকে এই বিষয়ে জানানো হয়েছিল। যে মুহূর্ত থেকে আমি জানতে পারি যে পোপ একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছেন এবং আমার উদ্দেশ্যগুলো সময়মতো জানা যাবে এবং সম্পন্ন করা যাবে, আমি বিবেচনা করব যে আমাকে কী ব্যবস্থা নিতে হবে।’

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন