সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

টিকটকে লাইভে যুক্ত থেকে আবুধাবি প্রবাসীর আত্মহত্যা

ফরহাদ হুসাইন, আরব আমিরাত থেকে

সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফায় সোমবার (১৭ মার্চ) সকালে টিকটকে লাইভে এসে আত্মহত্যা করেছে রাইসুল ইসলাম (১৯) নামে এক তরুণ প্রবাসী। মৃত রাইসুলের প্রবাসী চাচা মোঃ আবুল বাশার ও স্থানীয় পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল বাশার জানান, সোমবার সকালে সেহেরি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙলে রুম থেকে বাহিরে এসে দেখেন গলির মধ্যে টিকটক লাইভে প্রেমিকা মারজানা আক্তার মায়া (২৮) কে রেখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ভাইপো রাইসুল ইসলাম। সকালে যখন সহকর্মী প্রবাসীরা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ রাইসুলকে ফাঁস নিয়ে ঝুলতে দেখে আপন চাচা আবুল বাশারকে ঘুম থেকে ডেকে তোলেন। তৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তখন ও টিকটকে লাইভে প্রেমিকা মারজানা যুক্ত ছিল। দুই সন্তানের জননী মারজানা জর্দান প্রবাসী। দুই সন্তানের জননী স্বামী পরিত্যক্তা মারজানা রাইসুলের সাথে সম্পর্কে থেকে একাধিক প্রবাসীদের সাথে প্রতারণা করছিল। এই ঘটনা জানতে পেরে রাইসুল প্রেমিকাকে লাইভে রেখে আত্মহত্যার পথ বেছে নেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনন্দী গ্রামে সিরাজ এর পুত্র রাইসুল ইসলাম ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে ভিজিট ভিসায় এই আবুধাবিতে আসেন। আইনি প্রক্রিয়ার শেষে তার মৃতদেহ দেশে পাঠাবে বলে জানান স্থানীয় পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন