এক্সিট পোলকে মিথ্যা প্রমাণিত করে বিহারে আবার এনডিএ ক্ষমতায় আসার প‌থে

কলকাতা প্রতিনিধি

প্রায় সব এক্সিট পোলে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোটকে বিহার নির্বাচনে বিজয়ী বলা হয়েছিল, কিন্তু সব হিসেব উল্টে দিয়ে এন ডি এ বিহারে সরকার গড়ার পথে। তবে, এন ডি এর এই জয়ে বিজেপির সাফল্য সিংহভাগ। জেডিইউ যেখানে প্রচুর আসন হারিয়েছে, বিজেপি তখন আগেরবারের অনেক হেরে যাওয়া আসন জিতেছে।

প্রধানমন্ত্রী মোদির ওপর যে আস্থা রেখেছে বিহারের ভোটাররা ফলাফলে তা স্পষ্ট। যদিও বিজেপি জানিয়েছে, এনডিএর মুখ্যমন্ত্রী হবেন নীতিশকুমার। তেজস্বী যাদবের আরজেডি দ্বিতীয় স্থানে রয়েছে। তবে, আরজেডি অভিযোগ করেছে তাদের দশ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেও পরে তাঁরা হেরেছেন বলে সার্টিফিকেট দেওয়া হয়নি।

সর্বশেষ প্রাপ্ত তথ‌্য অনুযায়ী, ২৪৩ আস‌নের ম‌ধ্যে এন‌ডিএ ১২৪ টি‌তে এ‌গি‌য়ে ছিল।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন