ভারতে করোনার করাল থাবা!

আন্তর্জাতিক ডেক্স

ভারতে এই করোনাকালে গত রবিবার গেল সপ্তাহটি শেষ হলো অতীতের এর মতো দুঃস্বপ্নের সপ্তাহ আসেনি। রবিবার দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়ায় ৪০ হাজার ৩৬৩জনে। গতকাল মৃত্যু হয় ৬৭৬ জনের। শেষ হয়ে যাওয়া সপ্তাহটিতে ভারতে আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৩৮ হাজার জন যা ভারতে মোট আক্রান্তের ২১ শতাংশ। এই ৭দিনে মৃত ৪ হাজার ২২৫জন যা গোটা দেশে মোট মৃত্যুর ১৬ শতাংশ। এরপরেও যদি না বলি, দুঃস্বপ্নের সপ্তাহ কাটলো তবে আর কবে বলবো?
ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১লাখ ১৭ হাজার ৬১জন। মোট মৃত ২৭ হাজার ৪৬১জন। রবিবার মৃতের সংখ্যাটি দ্বিতীয় বৃহত্তম। এদিন ৬৭৬জনের মৃত্যু হলেও ১৬জুলাই মারা গিয়েছিলেন ৬৭৪জন। সব মিলিয়ে ভয়াবহ একটি সপ্তাহ কাটাল ভারত। আগামী সপ্তাহগুলো হয়ত আরও ভয়ঙ্কর হবে।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন