শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) একজন নতুন নেতা নির্বাচন করবে। তিনি দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন। গত আগস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফুমিও কিশিদা। খবর আল জাজিরার।

এলডিপির নেতৃত্ব দিতে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই সপ্তাহ ধরে প্রচারণা চালিয়েছেন তারা। টোকিওতে শুক্রবার নতুন নেতা নির্বাচনে ভোট দেবেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা।

জাপানের পার্লামেন্টে এলডিপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দলের নতুন নেতাই হবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী। নেতা নির্বাচনের ক্ষেত্রে ৭৩৬ ভোটের মধ্যে যিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তিনিই বিজয়ী হবেন। কেউ যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারেন, তাহলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুজনের মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে।

প্রথম রাউন্ডের ভোট দুপুর ১ টায় শুরু হতে পারে। চূড়ান্ত বিজয়ী সন্ধ্যা ৬ টায় একটি সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।

জাপানের কিয়োডো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ক্ষমতাসীন দলের প্রধান হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধান শিগেরু ইশিবা, উঠতি তারকা ও তরুণ প্রার্থী শিনজিরো কোইজুমি, অর্থনৈতিক নিরাপত্তামন্ত্রী সানায়ি তাকাইচি। ধারণা করা হচ্ছে যে প্রথম দফার নির্বাচনে এ তিনজনের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

গত আগস্ট মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়েছিলেন দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের এই নির্বাচনে তিনি লড়বেন না।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন