মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে শনিবার রকেট হামলায় ১২ কিশোর ও তরুণ নিহতের ঘটনায় ইসরায়েল ও লেবাননের মধ্যে চলছে উত্তেজনা। এ ঘটনায় লেবাননে হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান।

শনিবারের ওই হামলার জবাবে রাতেই হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করে দেন।

যদিও গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। তবে ওই হামলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে।

 

খূলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন