মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জম্মু-কাশ্মীরে মেজরসহ চার ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু-কাশ্মীরের দোদা জেলায় সোমবার গোলাগুলিতে এক মেজরসহ ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি মঙ্গলবার জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দোদা জেলার দেসায় গতকাল যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার রাতে ভারতীয় সেনাবাহিনীর দেয়া পোস্টে বলা হয়, রাত ৯টার দিকে সন্ত্রাসীদের মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয়। প্রাথমিক খবর অনুযায়ী, সাহসীরা (সেনা) আহত হয়েছেন।

জম্মু অঞ্চলের কাঠুয়ায় গত সপ্তাহে পাঁচ সেনা নিহত হওয়ার পর গতকাল গোলাগুলির দ্বিতীয় ঘটনাটি ঘটল।

এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, জম্মু-কাশ্মীরের পুচ ও রাজৌরি জেলায় সন্ত্রাসী হামলা শুরু হয়, যা ছড়িয়ে পড়ে পুরো জম্মু অঞ্চলে, যেখানে কয়েক বছর আগেও ছিল না সন্ত্রাসবাদ।

জম্মু অঞ্চলে অভিযানে গিয়ে গত ৩২ মাসে নিহত হয়েছেন ৪৮ ভারতীয় সেনা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন