মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

গেজেট ডেস্ক

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা দুই দিনের সফরে বুধবার ঢাকায় আসছেন। ঢাকা ও দিল্লির দুটি কূটনৈতিক সূত্র তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২০ এপ্রিল এ সফরটি হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়। সফরে যথাক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পর তাঁকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে দেশটির পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন, এমনটাই জানিয়েছেন কূটনীতিকেরা। আগামী জুলাই মাসে সফরটি হতে পারে, এমনটা মনে করছেন তাঁরা।

ভারতের লোকসভা নির্বাচন চলছে। এমন পরিস্থিতিতে যে দলই সেখানে নতুন সরকারে আসুক, তার জন্য শেখ হাসিনার সর্বোচ্চ পর্যায়ের প্রথম অতিথি হওয়ার সম্ভাবনার কথা বলেছেন কূটনীতিকেরা।

ভারত সফরের তারিখ চূড়ান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর চীন সফরের দিনক্ষণ ঠিক করা হতে পারে বলে জানান এক কূটনীতিক।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন