শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর ১০ এপ্রিল

গেজেট ডেস্ক

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি। অর্থাৎ মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটিতে রমজান মাসের শেষ দিন এবং শাওয়ালের শুরু বলে ধরা হবে। সেই সঙ্গে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ বছর ৩০ রমজান সম্পন্ন হতে যাচ্ছে। খবর গালফ নিউজ।

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করেছে মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশ সৌদি আরব।

গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন