রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

করোনায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

সারাবিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেল করোনাভাইরাসে। এতে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ১১ লাখ। গত ২৪ঘণ্টায় সাড়ে ৪ লাখের বেশি নতুন সংক্রমণে বিশ্বে মোট কোভিড-১৯ আক্রান্ত দাড়ালো ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ। শনিবার (২৪ অক্টোবর) দৈনিক আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে ছিল দেশটি। একদিনে ৭৮৪ জনের মৃত্যুতে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৮ হাজারের বেশি।

এরপরের অবস্থানেই ভারত। দেশটিতে আরও ৫৭৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন আক্রান্ত ৫০ হাজারের ওপর। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে এখনও করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫ হাজারের ওপর।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন