শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া পূর্ব উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে সেগুলো নিক্ষেপ করা হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহর থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। তবে সেগুলোর কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, নজরদারি এবং সতর্কতা জোরদার করার সময় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং উত্তর কোরিয়ার কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা।

এদিকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন