মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, নব-মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর তরফে জানানো হল, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি আধিকারিকদের সঙ্গেই রাজভবনে গিয়েছেন হেমন্ত। সেখানে নিজের ইস্তফা জমা দেবেন তিনি।

এদিকে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চম্পাই সোরেন। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, তাতে বড় ভূমিকা ছিল চম্পাইয়ের।

জেএমএম সাংসদ মহুয়া মাজি সাংবাদিকদের বলেন, ‘মুখ্যমন্ত্রী এখন ইডি হেফাজতে রয়েছেন। ইডির একটি দলের সঙ্গে রাজ্যপালের কাছে গিয়েছেন ইস্তফা জমা দেওয়ার জন্য। চম্পাই সোরেন নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমাদের যথেষ্ট সংখ্যক আসন রয়েছে।’

রাজভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যের আর এক মন্ত্রী বান্না গুপ্ত বলেন, ‘আমরা চম্পাই সোরেনকে বিধানসভার নেতা নির্বাচন করেছি। রাজ্যপালকে শপথ গ্রহণের জন্য অনুরোধ করতে এসেছি।’

কংগ্রেস বিধায়ক রাজেশ ঠাকুর জানিয়েছেন, শাসকজোটের সকল বিধায়কেরা তাঁদের সঙ্গেই রয়েছেন। চম্পাই নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন