মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

‘ভারত থেকে মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে বিধ্বস্ত’

আন্তর্জাতিক ডেস্ক

ভারত থেকে মস্কোগামী একটি উড়োজাহাজ আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বিধ্বস্ত হয়েছে। আজ রোববার আমাজ সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।

আমাজ’র প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় মালিকানাধীন উড়োজাহাজটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজের মডেল ও এতে কতজন যাত্রী ছিল তা জানাতে পারেনি সংস্থাটি।

রয়টার্সের সংবাদের বরাতে বলা হয়, আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।

বিবৃতিতে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজটি একটি চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। উড়োজাহাজটিতে ছয়জন আরোহী থাকতে পারে বলে তারা জানিয়েছে।

বাদাখশান প্রদেশে তালেবানের এক প্রতিনিধি খামা সংবাদ সংস্থাকে জানান, ঘটনাটি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন