মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তৃণমূলের মন্ত্রী-বিধায়ক ও কাউন্সিলরের বাড়িতে ইডি-র হানা

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

শুক্রবার সাতসকালে পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রী সুজিত বসু, ওই দলের বিধায়ক তাপস রায় ও দমদম পৌরসভার কাউন্সিলার প্রবোধ চক্রবর্তীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র ব্যাপক হানা। চাকুরি দুর্নীতির অভিযোগে এদিন তল্লাশি বলে ইডি জানিয়েছে।

বিশাল কেন্দ্রীয় পুলিশ বাহিনী নিয়ে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের বাড়ি ইডি’র অফিসাররা ঘিরে ফেলেন। তারপর চলে ব্যাপক তল্লাশি। তবে এখনই তারা মিডিয়ার কাছে মুখ খুলতে চাননি। তবে চাকুরি দুর্নীতির অভিযোগে এই হানা বলে ইডির অফিসাররা জানিয়েছেন।

অন্যদিকে উত্তর ২৪ পরগণার বরানগরের তৃণমূল বিধায়ক তাসপ রায়ের কলকাতার বউবাজারের বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় বলে ইডি জানিয়েছে। বিশাল কেন্দ্রীয়বাহিনী এদিন তাপস রায়ের বউবাজারের বাড়ি ঘিরে ফেলে। চলছে দফাদফায় তল্লাশি। তল্লাশি চলছে কলকাতার দমদম পৌরসভার কাউন্সিলর প্রবোধ চক্রবর্তীর বাড়িতেও। সবগুলোই পৌরসভার চাকুরি দুর্নীতির অভিযোগে এই হানা বলে ইডি সূত্রে জানানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন