শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ভারতে গ্লাভস কারখানায় আগুনে ৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে এনডিটিভির রোববারের প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত সোয়া ২টার দিকে আগুন লাগে। কারখানাটি ওই সময় বন্ধ ছিল এবং কিছু শ্রমিক প্রাঙ্গণে ঘুমিয়ে ছিলেন।

ফায়ার অফিসার মোহন মুংসে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘রাত সোয়া ২টার দিকে আমরা একটি কল পাই। ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরো কারখানায় আগুন লেগেছে। আমাদের কর্মকর্তারা ছয় জনের মরদেহ উদ্ধার করেন।’

তিনি জানান, রোববার সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন