শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

নিকারাগুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আমেরিকার নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র‍্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর বাস দুর্ঘটনায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। শনিবারের এই বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো। খবর ডয়েচে ভেলের।

রোজারিও মুরিলো বলেন, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশুসহ ১৯ জন মারা গেছেন। অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, র‍্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়নন্ত্রণ হারিয়েছিল। যার কারণে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।

নিহতদেরর প্রতি সমবেদনা জানিয়ে মুরিলো বলেন, এটি আমাদের দুর্ভাগ্য।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন