মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

প্রাগ বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ১১

গেজেট ডেস্ক

প্রাগ বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১১ জন নিহত হয়েছে। চেক প্রজাতন্ত্র পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ আরও জানায়, শহরের কেন্দ্রস্থলে জান পলাচ স্কোয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে হামলার পর বন্দুকধারীকে নিবৃত করা হয়েছে।

চেক প্রজাতন্ত্রের মিডিয়ার খবরে বলা হয়েছে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি একটি ফ্ল্যাটে অবস্থানকারী ব্রিটিশ-অস্ট্রেলীয় টারগ পেশেন্স বিবিসিকে বলেন, তিনি অনেক গুলির শব্দ শুনেছেন।

তিনি আরও বলেন, আমি আমার বাসার বেলকনি থেকে অনেক পুলিশকে জড়ো হতে দেখেছি। তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারীদের চলাচল করতে নিষেধ করেন।

এদিকে এ ঘটনাকে দুঃখজনক বলে আগামী অনুষ্ঠান বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেত্র পিয়ালা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন