মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৬১ শরণার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়া উপকূলে আশ্রয়প্রার্থী ও শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর: আলজাজিরা’র।

বেঁচে যাওয়া লোকজনের উদ্ধৃতি দিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) লিবিয়া অফিস জানায়, নৌকাটিতে ৮৬ জন আরোহী ছিল।

আইওএম জানায়, লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল জাওয়ারা ছাড়ার পর নৌকাটি ঝড়ের কবলে পড়লে আরোহীদের অনেকের প্রাণহানি ঘটে।

ইতালি হয়ে ইউরোপ যাওয়ার আশায় বিপজ্জনক সাগড় পাড়ি দিতে লিবিয়া এবং তিউনিসিয়া প্রধান প্রস্থানপথ হিসেবে বিবেচিত হয়।

রোববারের নৌকাডুবির শিকারদের বেশির ভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক। উদ্ধারপ্রাপ্তদেরকে লিবিয়ার একটি বন্দিশালায় রাখা হয়েছে।

আইওএমের মুখপাত্র ডি গিয়াকোমো জানিয়েছেন, চলতি বছর ভূমধ্যসাগরের অভিবাসন রুটে অন্তত দুই হাজার ২৫০ জনের প্রাণহানি ঘটেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন