মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

হামাসের পার্লামেন্ট ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল

গেজেট ডেস্ক

ফিলিস্তিনের গাজার মূলকেন্দ্র গাজা সিটিতে অবস্থিত হামাসের পার্লামেন্ট ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনই খবর দিয়েছে, তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। গত রোববার (১২ নভেম্বর) হামাসের পার্লামেন্ট ভবনটি দখলে নেয় ইসরায়েলি সেনারা।

আনাদোলু জানিয়েছে, চ্যানেল ১২ এবং টাইমস অফ ইসরায়েলসহ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেনারা সংসদ ভবনের ভেতরে নিজেদের ছবি তোলার কয়েকদিন পর ভবনটি ধ্বংস করেছে।

গত ০৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দেশটির সামরিক বাহিনী গাজা উপত্যকায় তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে, দুই সপ্তাহ আগে ফিলিস্তিনে স্থল অভিযান বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গাজা শহরের হামাসের পার্লামেন্ট ভবনের ভেতরে সৈন্যরা নিজেদের ছবি তোলার পর, সামরিক বাহিনী ভবনটি ভেঙে দিয়েছে। ভবনটি সপ্তম আর্মার্ড ব্রিগেড এবং গোলানী পদাতিক ব্রিগেড দখলে ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত দেখা যাচ্ছে’। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করেনি চ্যানেল 24।

মঙ্গলবার গভীর রাতে আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে সেনারা। পরে কর্মকর্তা বলেছেন, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) সৈন্যরা ইতোমধ্যেই অস্ত্র এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো খুঁজে পেয়েছে। গত এক ঘণ্টায়, আমরা দৃঢ় প্রমাণ দেখেছি যে, হামাস সন্ত্রাসীরা শিফা হাসপাতালকে সন্ত্রাসী সদর দপ্তর হিসেবে ব্যবহার করেছ’।

যদিও এসব অভিযোগ অস্বীকার করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, (এই দাবি) মিথ্যা এবং সস্তা প্রচারের ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন