মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গাজায় জাতিসংঘের কার্যালয়ে হামলা

গেজেট ডেস্ক

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরিচালক আচিম স্টেইনার সামাজিক মাধ্যমে এক্সে (পূর্বের টুইটার) জানায়, গাজায় জাতিসংঘের উন্নয়ন সংস্থার একটি কার্যালয়ে শনিবার (১১ নভেম্বর) রাতভর হামলা চালানো হয়েছে। যদিও তার ওই পোস্টে কারা হামলা করেছে এমন কোন নির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।

যদিও গাজায় গত ৭ অক্টোবরের পর থেকেই অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আচিম স্টেইনার আরও বলেন, বেসামরিক নাগরিক, বেসামরিক অবকাঠামো এবং জাতিসংঘের কার্যালয়গুলো সর্বদা সুরক্ষিত থাকতে হবে।

সূত্র: আল জাজিরা

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন