মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কাতারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ মৃত্যু ৬

গেজেট ডেস্ক

কাতারে একটি মোটরসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি ফেনীতে, দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুজন পাকিস্তানি নাগরিক।

এর আগে চলতি বছর ১৪ জানুয়ারি, উপসাগরীয় এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হন। এতে গুরুতর আহত হন আরও ২ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন