বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

গাজা উপত্যকায় মানবিক করিডোরের আহ্বান পোপের

গেজেট ডেস্ক

গাজা উপত্যকায় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে মানবিক করিডোরের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

রোমের সেন্ট পিটার স্কোয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি বলেন, ‘মানবিক আইন অবশ্যই সম্মান করা উচিত, বিশেষ করে গাজায়। সেখানে মানবিক করিডোর নিশ্চিত করা এবং জনগণকে সাহায্য করা জরুরি।’

এই সংঘাতে শিশু, অসুস্থ, বৃদ্ধ, নারী ও বেসামরিক মানুষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার দৃঢ় আহ্বানও জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা করে ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস। এর পরই পাল্টা আক্রমণ জোরদার করে তেল আবিব। হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে গাজায় বোমা হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২ হাজার ৩০০ মানুষ।

আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে গাজাকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ, পানিসহ জরুরি পরিষেবা। জাতিসংঘের সাহায্য সংস্থা বিবিসিকে বলেছে, গাজাকে ‘অতল গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে।’

স্থল অভিযানের আগে এক বিবৃতিতে গাজায় সড়ক, আকাশ ও নৌপথে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে কোনো সময় উল্লেখ করা হয়নি বা সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের নেতিবাচক পদক্ষেপ ঠেকাতে দ্বিতীয় বিমানবাহিনীর রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল যদি আক্রমণ করতেই থাকে, তবে তাকে সুদূরপ্রসারি ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন