বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চাঁদের পৃষ্ঠ থেকে ভিডিও পাঠাল চন্দ্রযান

আন্তর্জাতিক ডেস্ক

চাঁদের পৃষ্ঠ থেকে ভারতীয় চন্দ্রযান প্রথম ভিডিও পাঠিয়েছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) আজ শুক্রবার ভিডিওটি শেয়ার করেছে।

এক্স-এ (সাবেক টুইটার) ভিডিও শেয়ার করে ইসরো লিখেছে, ‘… (এই ভিডিওতে) চন্দ্রযান-৩ রোভার কীভাবে ল্যান্ডার থেকে চন্দ্রপৃষ্ঠে নেমে এসেছে (তা দেখা যাচ্ছে)।’ খবর- এনডিটিভি।

এদিন চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-৩ রোভার প্রজ্ঞানের একটি ছবিও শেয়ার করেছে ইসরো।

বুধবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করে। এর মধ্য দিয়ে চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করার গৌরব অর্জন করে ভারত।

মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে চাঁদের ধূলিকণা, তাপমাত্রাসহ অনেক প্রতিকূলতার সম্মুখীন হবে বলে জানিয়েছে ইসরো। মহাকাশযানের বিভিন্ন অংশ সচল রাখার ওপর এর প্রভাব পড়বে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন