মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গেজেট ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) স্হানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে হোটেল হিলটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর চীনের পক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে এখন দক্ষিণ আফ্রিকায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার জোহানসবার্গে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন