মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চায় রাশিয়া

গে‌জেট ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মস্কো ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে চায়। কারণ, এই যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিম ও তার স্যাটেলাইটগুলোর আক্রমণের মাধ্যমে।’

বুধবার (২৩ আগস্ট) উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর আল-জাজিরার

ইউক্রেন যুদ্ধের জন্য আবারও পশ্চিমাদের দোষারোপও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে, যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য।’

সম্মেলনে রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদের গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় ওই এলাকায় তিনজন নিহত হয়েছে।

সারাবিশ্বেই ব্রিকস সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর এর মধ্যেই ব্রিকসের সদস্য বাড়ানো কথাও উঠেছে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে ৪০ টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া ২০ টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন