শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বিজেপি নেত্রীকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সানা খান নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাকে হত্যার অভিযোগে স্বামী অমিত সাহুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, নাগপুর পুলিশের একটি দল শুক্রবার অমিতসহ অভিযুক্ত আরেক ব্যক্তিকে দেশটির মধ্য প্রদেশের জবলপুর থেকে শুক্রবার গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আসামি সাহু নিজের অপরাধ স্বীকার করেছেন।

অমিত জানান, তিনি তার স্ত্রী সানা খানকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন।

বিজেপি নেত্রীর মরদেহ এখনও উদ্ধার করা যায়নি বলে জানায় পুলিশ।

সানা খান নাগপুরের বাসিন্দা ও বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য। তিনি পয়লা আগস্ট জবলপুরে যাওয়ার পরের দিন নিখোঁজ হন।

তার পরিবার জানায়, সানা খান স্বামীর সঙ্গে দেখা করতে পহেলা আগস্ট জবলপুরে যান। শহরে পৌঁছানোর পরের দিন সানা তার মাকে ফোন করেন। এর কিছুক্ষণ পর নিখোঁজ হন তিনি।

গ্রেপ্তার দুইজনকে শনিবার স্থানীয় আদালতে উপস্থাপন করা হবে বলে জানায় পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন