শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক ও তার স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামি বংশোদ্ভূত কানাডীয় স্ত্রী ভিভিয়ান নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) ভ্যাংকুভারে এ দুর্ঘটনা ঘটে।

অন্তু ও তার নববিবাহিত স্ত্রী ভিভিয়ান এক বন্ধু মারিজসহ টরন্টো থেকে ভ্যাংকুভারে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। তারা বিয়ের অনুষ্ঠান থেকে উবারের একটি গাড়িতে করে হোটেলে ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় উবার-কারটি পানিতে পড়ে যায়। পানিতে নিমজ্জিত অবস্থায় ঘটনাস্থলেই অন্তু ও উবারের গাড়িটির চালক মারা যান। ভিভিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। ভাগ্যক্রমে বেঁচে যান অন্তুর বন্ধু মারিজ।

নিহত অন্তুর পরিবার সংবাদমাধ্যমকে জানায়, নিহতেরা সবাই টরন্টোর পার্শ্ববর্তী শহর ব্রামটনে থাকতেন। তাদের মরদেহ টরন্টোতেই দাফন করা হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন