বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নিঃস্বার্থ কাজে এরদোয়ানের জয় : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

পুতিন বলেন, ‘আমরা রাশিয়া-তুরস্ক সম্পর্ককে মজবুত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করছি।’

রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিঃস্বার্থ কাজ ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি আকৃষ্ট হয়ে জনগণ তাকে জয়ী করেছে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তুরস্কে রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী এরদোয়ানকে পাঠানো শুভেচ্ছাবার্তায় পুতিন এ অভিমত দেন।

বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ কাজ, রাষ্ট্রের সার্বভৌমত্ব সুসংহত করতে আপনার প্রচেষ্টা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বেছে নেয়ার সহজাত ফল ও পরিষ্কার প্রমাণ হলো নির্বাচনে জয়।’

পুতিন আরও বলেন, ‘আমরা রাশিয়া-তুরস্ক সম্পর্ককে মজবুত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করছি।’

তুরস্কে রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে প্রায় সব ব্যালট বাক্স গণনার পর একে পার্টির প্রধান এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) প্রধান কামাল কিলিচদারোলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কিলিচদারোলুর চেয়ে এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি এরদোয়ান। এতে করে ভোট গড়ায় দ্বিতীয় দফায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন