শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ভূমধ্যসাগরে ভাসছে প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ

গেজেট ডেস্ক

প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি জাহাজ গ্রিস ও মাল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে ভাসছে। সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন এ খবর দিয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে উল্লেখ করা হয়, সম্প্রতি উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার হার বেড়েছে।
সাধারণত, ইউরোপে আসার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তা করে অ্যালার্ম ফোন।

রোববার (৯ এপ্রিল) এক টুইটে সংস্থাটি জানায়, লিবিয়ার তবরুক থেকে রওয়ানা হওয়া জাহাজটি থেকে রাতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ইতোমধ্যে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জাহাজটি এখন মাল্টার ‘সার্চ অ্যান্ড রেসকিউ এরিয়া’ এসএআর-এ আছে।

জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল এক টুইটবার্তায় ওই নৌকাটি খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। তারা আরও জানায়, সেটির আশেপাশে দুটি জাহাজ রয়েছে। তবে নৌকাটি উদ্ধার না করতে ওই দুই জাহাজকে নির্দেশ দেয়া হয়েছে। একটি জাহাজকে শুধু জ্বালানি দিয়ে সেটিকে সহায়তা করতে বলেছে মাল্টা।

অ্যালার্ম ফোন বলছে, নৌকায় অবস্থান করা মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়েছেন। কয়েকজনের চিকিৎসা সেবা দরকার। নৌকাটিতে জ্বালানির অভাব দেখা দিয়েছে। নিচতলায় পানি উঠে গেছে। মাঝি চলে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণের কেউ নেই। ফলে যেকোনো সময় ডুবে যেতে পারে।

আরেক জার্মান এনজিও রেস্কশিপ এএফপিকে জানিয়েছে, ইতালি ও তিউনিশিয়ার মধ্যবর্তী ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত দুজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২০ জন।

রেস্কশিপের উদ্ধারকারী জাহাজ ‘নাদির’ ২২ জনকে উদ্ধার করেছে। তাদের ইতালির লাম্পেডুসা দ্বীপে নেয়া হয়েছে। জাহাজের ক্যাপ্টেন ইঙ্গো ভেয়ার্থ বলেন, উদ্ধার ব্যক্তিরা ক্যামেরুন, আইভরিকোস্ট ও মালির নাগরিক। সেই তালিকায় পুরুষ, নারী ও শিশু রয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন