ভারতে ফের বাড়ছে করোনা, ৩ রাজ্যে মাস্ক বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই দেশটির ৩ রাজ্যে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। রাজ্য তিনটি হলো, হরিয়ানা, কেরালা ও পুদুচেরি।

রোববার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই সপ্তাহের শুরুতে করোনা সংক্রমণ নিয়ে একটি পর্যালোচনা সভা করেন। সেখানে তিনি রাজ্য সরকারগুলোকে করোনা সংক্রমণ বিষয়ে সতর্ক অবলম্বন এবং চিকিৎসা প্রস্তুতি পর্যালোচনা করতে বলেন।

এদিকে, সরকারি ও বেসরকারি উভয় ধরনের হাসপাতালের করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় জরুরি প্রস্তুতি মূল্যায়নের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, সরকার করোনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। হাসপাতালে আইসিইউ, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য সব বিষয়েও প্রস্তুতি রয়েছে।

করোনার চতুর্থ ঢেউয়ের বিষয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সবার সতর্ক হওয়া দরকার। করোনার শেষ সংক্রমণ ছিল ওমিক্রনের BF.7 সাব-ভেরিয়েন্ট। আর এখন XBB1.16 সাব-ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে।

হরিয়ানা

হরিয়ানা সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। শনিবার এক বিষয়ে নির্দেশনা জারি করে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর।একইসঙ্গে রাজ্যের জনসাধারণকে করোনা-বিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কেরালা

করোনার নতুন উপ-ধরনের সংক্রমণ বাড়ায় কেরালায় অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য প্রশাসন।করোনা পরিস্থিতি মূল্যায়ন করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, করোনায় সম্প্রতি যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই ৬০ বছরের বেশি বয়সী এবং তারা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

পুদুচেরি

করোনা সংক্রমণ ঠেকাতে পুদুচেরিতেও উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার রাজ্য সরকার এক বিবৃতিতে হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, বিনোদন কেন্দ্র, সরকারি অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দেয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন