নাইজেরিয়ার বন্দুকধারীর হামলায় নিহত ৪৬

গেজেট ডেস্ক

আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীর হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে এ হামলার ঘটনা ঘটেছে। গ্রামটিতে যাযাবর পশুপালক এবং বসতি স্থাপনকারী কৃষকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে প্রায়ই বিবাদের ঘটনা ঘটে।

শুক্রবার (০৭ এপ্রিল) বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেছেন, ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছেন, তাই নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে।

এ ঘটনার জন্য পল হেম্বা পশুপালকদের দোষারোপ করেছেন। পশুপালকরা গত এক মাস ধরে স্থানীয় সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলে জানান তিনি। তবে এ হামলার কারণ এখনো স্পষ্ট হয়নি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন