ক্যানসারে আক্রান্ত পাকিস্তানকে খাওয়ানো হচ্ছে মাথাব্যথার ওষুধ: ইমরান

গেজেট ডেস্ক

অর্থনৈতিক সংকট কাটাতে পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ক্যানসারের চিকিৎসা হচ্ছে মাথাব্যথার ওষুধ দিয়ে।

বুধবার লাহোরের নিজ বাসভবন থেকে দেয়া এক ভাষণে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এ কথা বলেন।

ইমরান বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সাময়িক পরিত্রাণ দিলেও দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কারণ এতে ঋণের বোঝা বাড়তে থাকবে।

পাকিস্তানের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে আশঙ্কা করে পিটিআই প্রধান বলেন, এ সংকট থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটি, তা হলো সাধারণ নির্বাচন। জনগণের সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে দিন। দুর্নীতিগ্রস্ত শাসক কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না।

মূল্যস্ফীতির চরম আঘাতে জর্জরিত পাকিস্তান। দেশটির বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় শেষ। নতুন করে ঋণ দিতে চাইছে না আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই পরিস্থিতি মোকবিলায় বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মন্ত্রীরা। দেশের এই বেহাল অবস্থার জন্য শাসকদলকে দায়ী করে নতুন নির্বাচনের দাবি তুলেছে ইমরানের দল পিটিআই। গত বছরের এপ্রিল মাসে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন