আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা হামলা, ‘নিহত ২০’

গেজেট ডেস্ক

আফগানিস্তানের কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

দেশটিরপুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এতে অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন। তবে তালেবান এক কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা অন্তত ২০ জন।

স্থানীয় আইএসআইএস-কে গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টায় এ হামলা ঘটে। হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশের চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়।

ওই মন্ত্রণালয়ের বাইরে থাকা গাড়ির এক চালক জামসেদ কারিমি বলেন, আমি এক ব্যক্তিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।

আইএসআইএস-কে টেলিগ্রামে জানায়, হামলায় নিহত ২০ জনের মধ্যে কূটনৈতিক কর্মকর্তারাও আছেন।

কাবুলের পুলিশ এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে হামলাকারীকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন।

খুলনা গেজেট /বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন