Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দশ লাখ ছুঁইছুই

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে আরও ৫ হাজার মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৯ লাখ ৯৮ হাজারের বেশি। ২ লাখ ৮৮ হাজার নতুন শনাক্তে মোট সংক্রমণ ৩ কোটি ৩০ লাখ ৪০ হাজারের বেশি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। ২৪ ঘণ্টায় এক হাজার ১২৩ জনের মৃত্যুতে দেশটিতে ৯৪ হাজার পাঁচশ’য়ের ওপর দাঁড়িয়েছে প্রাণহানি। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রায় ৮৯ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি। মোট আক্রান্ত ৬০ লাখ ছুঁইছুই।

একদিনে সাতশ’য়ের বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলে। সেকেন্ড ওয়েভের মুখোমুখি ফ্রান্সে ১৪ হাজার চারশ’য়ের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে- ইতোমধ্যে দুই কোটি ৪৪ লাখ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রবিবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৯ লাখ ৯৮ হাজার ২৭৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ২৯০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৫ লাখ ৮১ হাজার ২৭০ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ৩৬০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ৪৪ লাখ এক হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন