শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের জেদ্দা শহরের একটি দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফয়সাল আহমেদ রানা (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। ফয়সাল কুমিল্লা নগরীর হযরতপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে।

ফয়সালের বাবা ইদু মিয়া বলেন, ২০০৮ সালে ফয়সাল সৌদিতে যায়। সেখানে তার মামাও থাকেন। শুক্রবার ফয়সাল তার নিজের দোকান থেকে মামার দোকানে যান দেখা করতে। সেখানে কথা বলার সময় হঠাৎ বিকট শব্দে তার মামার দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ফয়সাল উড়ে গিয়ে সড়কে ছিটকে পড়ে। ক্ষতবিক্ষত হয় তার পুরো শরীর। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ফয়সাল বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে আছে।

রাতে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, আমরা ঘটনার কথা শুনেছি। নিহতের পরিবার যেন ক্ষতিপূরণ পায় সে জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন