Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার জাকার্তার তাংগেরাং জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কাই জি ফান নামে এই চীনা আসামি এ নিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালালো।

জানা যায়, ২০১৭ সালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। তার পর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখান থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেল কাই।

জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। এসব দিয়ে ৬ মাস ধরে সুড়ঙ্গ খুঁড়েছিল ৫৩ বছরের কাই জি। নিজের সেলের মধ্যে দিয়ে এই সুড়ঙ্গ খুঁড়েন তিনি। গত সোমবার কাই এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। এরআগে ২০১৭ সালে পুলিস হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিল কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই তাকে আটক করা হয়।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন