বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

শান্তি আলোচনার প্রথম সপ্তাহেই সবচেয়ে রক্তক্ষয়ী দিনের সাক্ষী হল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা শুরুর প্রথম সপ্তাহেই সবচেয়ে রক্তক্ষয়ী দিনের সাক্ষী হলো আফগানিস্তান। রোববার রাতভর এবং সোমবার দিনজুড়ে সারা দেশে সহিংসতায় প্রাণ গেছে আফগান নিরাপত্তা বাহিনীর ৫৭ সদস্যের।

অভিযানে হত্যা করা হয়েছে ৮০ তালেবান যোদ্ধাকে। উরুজগান, বাঘলান, তাখার, হেলমান্দ, কুন্দুজসহ অন্তত আটটি প্রদেশে হয় সংঘাত। উরুজগানেই মারা গেছেন ২৪ আফগান সেনা। বালখে আফগান গোয়েন্দা সংস্থার তিন সদস্যকে জিম্মি করেছে তালেবান। কুন্দুজ, তাখার, বাঘলানে সেনা অভিযানে নিহত হয়েছে ৫৪ তালেবান সদস্য। মাইদান ওয়ারদাক প্রদেশে মারা গেছে আরও ২৬ যোদ্ধা।

এর আগে কুন্দুজে সরকারি বিমান হামলায় প্রাণ যায় শিশুসহ ২৪ বেসামরিক বাসিন্দার। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গেলো দু’সপ্তাহে ২৪ প্রদেশে তালেবানের হামলায় প্রাণ গেছে ৯৮ বেসামরিক মানুষের।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন