বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কোভ্যাক্স কর্মসূচিতে ১৫৬টি দেশ, তালিকায় নেই চীন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

দেশে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে যোগ দিলো ১৫৬টি দেশ। এ তালিকায় নেই চীন-যুক্তরাষ্ট্র।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডব্লিউএইচও জানায়, কোভ্যাক্সে অংশ নিয়েছে ৬৪টি ধনী দেশ। বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীরও বাস এসব দেশে। কোভ্যাক্সে যোগ দেয়ার সময় শেষ হয় গেলো শুক্রবার। কোভ্যাক্সের লক্ষ্য- ২০২১ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে করোনাভাইরাসের ২শ’ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা। টিকাদানে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মীরা।

এরপর ধনী-গরিব নির্বিশেষে, কর্মসূচিতে অংশ নেয়া প্রতিটি দেশে প্রান্তিক জনগোষ্ঠীর কমপক্ষে ২০ শতাংশের মধ্যে বণ্টন করা হবে টিকা। আগামী কয়েকদিনে আরও ৩৮টি ধনী দেশ কোভ্যাক্সে যোগ দিতে পারে বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন