শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

উ.কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

একটি আইন পাস করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না উল্লেখ করে পরমাণু নিরস্ত্রীকরণের ইস্যুতে যেকোনও আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির শাসক কিম জং উন। এ খবর জানিয়েছে উ.কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাস হওয়া আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞার মধ্যেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ৬ বার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এরপর থেকে এই দুই দেশের মধ্যে আলোচনা থমকে গেছে।

চলতি বছরে রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে প্রতিবেশি জাপান ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন