বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বিশ্বজুড়ে ফের বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ২ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৯ লাখ ৯ হাজার ১০১ জন।

করোনা শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ৩১ হাজার ৩০৪ জনে। আর শনাক্তের সংখ্যা ৫৮ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৯৭৪ জন।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ব্রাজিল।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (৬ আগস্ট) এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৭ জনের। এ সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৭৯ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন