শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

শ্রীলঙ্কায় জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে আরও ২ জন নিহত

আন্তর্জা‌তিক ডেস্ক

জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে করতে আরও দুই জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আলাদা দুটি স্থানে শুক্রবার (২২ জুলাই) তাদের দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কলম্বো গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, একজনের মৃত্যু হয়েছে কিনিয়াতে এবং আরেকজনের পেলাওয়াতে।

এর আগে, জ্বালানি তেল নেওয়ার দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অন্তত আট জনের মৃত্যু হয় বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।

এদিকে, ২২ জুলাই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুনাবর্ধনে। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেওয়া হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন