Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বে আরও ৬ হাজারের কাছাকাছি প্রাণ গেল করোনায়

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজারের বেশি।
গেলো কয়েকদিনের মতোই সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। একদিনে দেশটিতে ১২৩৮ জনের প্রাণ গেছে কোভিড-১৯। মোট মৃত্যু ছাড়িয়েছে ৮২ হাজার। ৯১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, আবারও প্রাণহানি বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। একদিনে ১১৬৩ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে প্রাণ গেছে ১০৯০ জনের।

সবমিলিয়ে বিশ্বে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজারের ওপর। মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখের ওপর।

সারাবিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৯৭ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ৪৭ হাজার ৯০৬ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৯১২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ১৫ লাখ ৩০ হাজার ৬৬০ জন সুস্থ হয়ে উঠেছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন