বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ফ্লাইট চালুর ঘোষণা দিল সৌদি আরব

গেজেট ডেস্ক

আগামীকাল থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর আওতায় বিশেষ ক্যাটাগরির নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেয়া হবে।

এই বিশেষ ক্যাটাগরির আওতায় রয়েছে সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষার্থী, অসুস্থ এবং ক্রীড়া দলের সদস্যরা।

এদিকে, উপসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি ও বসবাসের অনুমতি রয়েছে এমন ভিসাধারীদের করোনা নেগেটিভ প্রমাণের শর্তে কাল থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয়া হবে।

করোনা সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২৬৮ জনের এবং শনাক্ত ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন