পর্তুগালে বাংলাদেশির মৃত্যু, স্বজনদের খুঁজছে দূতাবাস

আন্তর্জা‌তিক ডেস্ক

পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে সানটারাই শহরের একটি হাসপাতালে মোহাম্মদ হান্নান নামে এক প্রবাসী বাংলাদেশি ২৫ এপ্রিল মারা গেছেন। পর্তুগালে তিনি একা বসবাস করতেন।

হাসপাতাল কর্তৃপক্ষ তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। স্বজনদের খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হয়েছে।

মৃত ব্যক্তির স্বজনদের খোঁজ করছে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে সংবাদকর্মী ও সেখানকার প্রবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

স্বজনদের খোঁজ পেলে +351212697037 ফোন নম্বর অথবা consular.lisbon@mofa.gov.bd – ইমেইলে জানাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন