Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার ভারতের প্রদেশের মালিকানা দাবি করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

অরুণাচল প্রদেশ ভারতের নয়, বরং নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বত’-এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান।

অরুণাচল নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করে ঝাও আরও বলেন, চীন কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের বলেও জানান এই মুখপাত্র।

এমন সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, যখন লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

তবে, অরুণাচল প্রদেশ বেইজিং নিজেদের স্বার্বভৌমত্ব দাবি করে আসলেও মূলত এই প্রদেশটি নিয়ন্ত্রণ করছে নয়াদিল্লি। এ নিয়ে দশকের পর দশক দু’দেশের মধ্যে দ্বন্ধ চলছে।

অরুণাচল প্রদেশে প্রায় ১৮ লাখ মানুষ বাস করেন। প্রদেশটি উত্তর-পূর্ব অঞ্চলে চীন এবং ভারতকে বিভক্ত করেছে।

সম্প্রতি পাঁচ ভারতীয় নাগরিক অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হলে তাদের মরদেহ চীনা সীমান্তে পাওয়া গেছে। এ বিষয়ে অরুণাচল প্রদেশে ভারতের উল্লেখ করলে এর প্রতিবাদেই বিবৃতি দিয়ে সতর্ক করলো চীন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন