মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক

সিরিয়ায় সরকার ও বিরোধী পক্ষের সংঘাত গৃহযুদ্ধে রূপ নেয়ার পর থেকেই মিত্র বাশার আল আসাদকে সহায়তার জন্য দেশটিতে ইরানের অবস্থান রয়েছে। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বলে সিরিয়ায় অবস্থিত ইরানের স্থাপনায় প্রায়ই হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার ইসরায়েলের মাটিতেও সরাসরি ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছেন হিজবুল্লাহ নেতা।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননের ইরানপন্থী শিয়া সংগঠন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েল সিরিয়ায় ইরানি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে গেলে তেহরানও সরাসরি প্রতিশোধ নিতে পারে।

এ সময় নাসরাল্লাহ উত্তর ইরাকের শহর ইরবিলের একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তুলে ধরেন। তেহরানের অভিযোগ ছিল, ইরানের ওপর হামলা ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থাপনাটি ব্যবহার করত ইসরায়েল।

সম্প্রতি ইরাকের ইরবিলে ইরানের কুদস ফোর্স বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে এ হামলার কথা বলা হলেও তেলআবিবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে লেবানন সীমান্তের কাছেই ইসরায়েলের বড়ধরনের সামরিক মহড়া চালানোর কথা রয়েছে। এ বিষয়ে টেলিভিশন ভাষণে হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, মহড়া চলাকালীন সময়ে শিয়া মিলিশিয়ারা উচ্চ সতর্কাবস্থায় থাকবে। ইসরায়েলের যে কোনো ভুল, বোকামী বা আক্রমণাত্বক কাজের দ্রুত ও সরাসরি প্রতিক্রিয়া পাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন