মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন খারিজ

আন্তর্জা‌তিক ডেস্ক

সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান ও তার বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দাখিল করা রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন খারিজ করে দিয়েছে পাকিস্তানের একটি শীর্ষ আদালত।

জানিয়ে দেয়া হয়েছে, এই অভিযোগ গ্রহণযোগ্য নয়। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই বলেছে, আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ এই রায় দিয়েছেন। একই সঙ্গে মামলার বাদি মৌলভী ইকবাল হায়দারকে এক লাখ রুপি জরিমানা করেছেন তিনি। একই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রী এবং আরও সাবেক মন্ত্রীদের নাম নো-ফ্লাই লিস্টে রাখার আবেদনও নাকচ করেছেন আদালত। এক্সপ্রেস ট্রিবিউনকে উদ্ধৃত করে এ রিপোর্ট দিয়েছে পিটিআই।

ওদিকে আইনি দিক থেকে মারাত্মক উদ্বেগ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক বহুল বিতর্কিত চিঠিটি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের কাছে। তিনি বলেছেন, এই চিঠির মাধ্যমে পাকিস্তানকে হুমকি দেয়া হয়েছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, প্রধান বিচারপতি ওই চিঠি পড়ে শোনাবেন বলে মনে হয় না।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন